ধর্ষণের শাস্তি মৃত্য্যুদণ্ড : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাবনা ছাত্রলীগের আনন্দ মিছিল

ধর্ষণের শাস্তি মৃত্য্যুদণ্ড  : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাবনা ছাত্রলীগের আনন্দ মিছিল

ছবি: প্রতিনিধি

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর খসড়া মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এ মিছিলটি শালগাড়িয়া মহল্লা থেকে বের হয়ে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম ও পরিচালনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ।

সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন-পাবনা জেলা ছাত্রলীগের ছয়জন সহসভাপতি যথাক্রমে সাদ্দাম হোসেন, মোঃ জুনায়েদ উদ্দিন জনি,  হাবিবুর রহমান রিংকু, আল মাহমুদ চঞ্চল, মুহাম্মদ আলী, নাসির হোসেন, মেহেদী হাসান হিমেল ও মেহেদী হাসান মামুন, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক আরশাহদুর রহমানন চঞ্চল, কৌশিক আহম্মেদ ও অনিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, পাঠাগার সম্পাদক শেখ শাকিল, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মীর ফজলে এলাহি ওয়াকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব, উপ- ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মিলন হোসেন, উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, উপ- আপ্যায়ন হাফিজ, উপ-পরিবেশ জাহিদ হাসান ইমন সহসম্পাদক ফয়সাল আহমেদ মুন প্রমূখ।