নুরদের অবাঞ্চিত ঘোষণা, সংস্কারপন্থীদের নতুন কমিটি

নুরদের অবাঞ্চিত ঘোষণা, সংস্কারপন্থীদের নতুন কমিটি

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এঘোষণা দেয়া হয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করেছে সংস্কারপন্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে এ কমিটি গঠন করা হয়েছে।

আজ  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। ২২ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটিতে আহবায়ক হয়েছেন এ পি এম সুহেল। তিনি আগে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসময় এ পি এম সুহেল অভিযোগ করেন, নিজেদের সিন্ডিকেটের কয়েকজন সদস্য ছাড়া বাকিদের মতামত অগ্রাহ্য করে পরিষদকে স্বৈরতান্ত্রিক সংগঠনে পরিণত করা হয়েছে। সাধারণ ছাত্র অধিকারের জন্য এ সংগঠন গড়ে তুলে নুর ও তার সহযোগীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।