ব্যবসায়ীদের মধ্যে ন্যূনতম নৈতিকতা কাজ করে না: কৃষিমন্ত্রী

ব্যবসায়ীদের মধ্যে ন্যূনতম নৈতিকতা কাজ করে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ব্যবসায়ীরা (আলু) কিনেছে ১৭ থেকে ১৮ টাকা করে। কিন্তু এটা তাদেরকে ৪৫-৫০ টাকা করে কেনো বিক্রি করতে হবে? এই লাভ করার প্রবণতা, ন্যূনতম একটা নৈতিকতা তাদের মধ্যে কাজ করে না। এক কেজি আলুতে ২০ টাকা লাভ করা কি সহজ কথা। বর্তমানে চাহিদা থাকায় সে সুযোগ তারা নিচ্ছে বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২০ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বন্যার কারণে অন্য সবজি ক্ষতগ্রস্ত হওয়ায় আলুর ওপর চাপ বাড়ার কারণে দাম বেড়ে গেছে আলুর দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় আর ২০ থেকে ২৫ দিন এই সবজির দাম একটু বেশি থাকবে। তারপর নতুন সবজি এসে যাবে তখন দাম কমে আসবে।’

তবে আলুর দাম বাড়ার ব্যাপারে ব্যবসায়ীদের দায়ী করে মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা নৈতিকতার বাইরে গিয়ে প্রতি কেজি আলুতে কমপক্ষে ২০ টাকা লাভ করছেন।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কেজিপ্রতি খুচরা পর্যায়ে ৩০টাকা, পাইকারিতে ২৫ টাকা ও হিমাগার থেকে ২৩ টাকা। এই দামে আলু বিক্রি না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।