পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলা, নিহত ১৪

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলা, নিহত ১৪

ফাইল ছবি।

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি গাড়ির কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। করাচি থেকে ২৫০ কিমি দূরে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।

এই হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির প্রশাসন। এরমধ্যে ৭ জন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। জানা গেছে, ওই গাড়ির কনভয়ে করে গাদার থেকে তেল ও গ্যাস বিভাগের কর্মীদের করাচি নিয়ে যাওয়া হচ্ছিল, সেসময়ই হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা।

এই হামলার তীব্র নিন্দা করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জঙ্গিরা প্রথম হামলা চালালেও পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। উভয় পক্ষের মধ্যে ভারী গোলাগুলি চলে। তবে একটি সূত্র জানাচ্ছে, ৭-৮ জন হামলাকারী রকেট লঞ্চারসহ অন্য ভারি অস্ত্র নিয়ে ওই কনভয়ের ওপর হামলা চালায়। তবে জঙ্গিদের কাউকে ধরা সম্ভব হয়নি।

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এটি ছিল পূর্ব পরিকল্পিত হামলা। আগে থেকেই জঙ্গিদের এই কনভয়ের ব্যাপারে খবর ছিল। তাই তাঁরা আগে থেকেই গাড়িতে হামলার জন্য অপেক্ষা করছিল। তবে নিরাপত্তারক্ষীরা নিজেদের জীবন দিয়ে ওই কনভয়কে “নিরাপদ স্থানে” সরিয়ে নিতে সক্ষম হয়।

এখনও কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খান তদন্তের নির্দেশ দিয়েছেন।