ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পাবনা বিট পুলিশিং এর সমাবেশ

ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পাবনা বিট পুলিশিং এর সমাবেশ

ছবি: প্রতিনিধি

সারা দেশে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পাবনা পুলিশও সোচ্চার। পাবনায় জেলা পুলিশ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশ লাইনস্ মাঠে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ করে। 

সমাবেশে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক প্রমুখ।

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, বিট পুলিশিং এর সদস্যবৃন্দ, মসজিদের ঈমাম, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।