মেয়াদ উত্তীর্ণ বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

মেয়াদ উত্তীর্ণ বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

মেয়াদ উত্তীর্ণ বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌরবাসী। রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে পৌরবাসীর পক্ষে মোস্তাক হোসেন স্বপন লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালে নির্বাচনের পর মেয়াদ উত্তীর্ণ হলেও সীমানা জটিলতায় বন্ধ আছে নির্বাচন।

নির্বাচন বন্ধের জন্য একেরপর এক মামলা দিয়ে নানা টালবাহানা করছে একটি স্বার্থান্বেসী মহল। ৫ বছর ধরে আদালতে ঝুলে আছে সীমানা সংক্রান্ত ৯টি মামলা। যা পৌরনির্বাচনকে বাধাগ্রস্থ করছে। পৌরবাসীকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনের জোর দাবী জানান তারা।

২০০৬ সালে প্রতিষ্ঠা হয় বেনাপোল পৌরসভা। আর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র নির্বাচিত হন আশরাফুল আলম লিটন।