পৃথিবীর কাছ দিয়ে ছুটে গেল গ্রহাণু, প্রতি ঘণ্টা বেগে ছিল ২৬,০০০ মাইল

পৃথিবীর কাছ দিয়ে ছুটে গেল গ্রহাণু,  প্রতি ঘণ্টা বেগে ছিল ২৬,০০০ মাইল

ফাইল ছবি।

মহাকাশ জুড়ে ছড়িয়ে আছে বিস্ময়। আর মহাশূন্যে চারপাশে ছোটাছুটি করে নানা ধরনের বস্তু। সেরকমই এক বড় গ্রহাণু সোমবার রাতে ছুটে গেল পৃথিবীর একেবারে পাশ দিয়ে।

বাংলাদেশি সময় রাত দেড়টার পর এই গ্রহাণু ছুটে গেছে।

গ্রহাণুটি অন্তত ২৮ থেকে ৬২ ফুটের। পৃথিবীর ৯৩,০০০ মাইলের মধ্যে দিয়ে ছুটে গেছে এই গ্রহাণু। এর গতি ছিল ঘণ্টায় ২৬,০০০ মাইল প্রতি ঘণ্টায়। বিজ্ঞানীরা বলছে, পৃথিবীকে সুরক্ষিত রেখেই ছুটে গেছে এই গ্রহাণু।

বিজ্ঞানীরা আরও বলছেন, এই গ্রহাণু অ্যাপোলো গ্রুপের মধ্যে পড়ে।

আরও একটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা, যেটা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন।