শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে যশোরে সংবাদ সম্মেলন

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে যশোরে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে স্থনীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের জেলা শাখার সভাপতি অসীম কুন্ডু ও সাধারন সম্পাদক যোগেশ দত্ত।

বক্তারা বলেন,এবারে করোনা পরিস্থিতির কারণে আমরা পূজা করবো কিন্তু উৎসব থেকে বিরত থাকবো। জেলার আট উপজেলায় এবার ৬২৮ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারেও সকল রাজনৈতিক নেতা,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ,সামাজিক ও পেশাজীবি সংগঠনের কর্মকর্তাদের পূজা মন্দির পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল মন্ডপ গুলিতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। সকল স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। তবে করোনা সংক্রমন এড়ানোর জন্য প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে শোভাযাত্রা এবং বিসর্জন স্থল লালদীঘি পুকুরে সকল প্রকার অনুষ্ঠান বর্জন করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের জেলা শাখার সহ-সভাপতি দীপন রায় ও বিষ্ণু সাহা ,কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দে সহ অন্যান্য কর্মকর্তারা।