বাংলাদেশি করোনা ভ্যাকসিন নেবে নেপাল

বাংলাদেশি করোনা ভ্যাকসিন নেবে নেপাল

নেপালের অ্যাম্বাসেডর ডা. বনশ্রীধর মিশ্রা ও গ্লোব বায়োটেকেরে চেয়ারম্যান হারুনুর রশীদ।

বাংলাদেশের গ্লোব বায়োটেক করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোম্পানির ভ্যাকসিনকে তাদের তালিকাভুক্ত করেছে। আগামী ৬ মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারা আসবে বলে আশা প্রকাশ করেছে গ্লোব বায়োটেক। ভ্যাকসিন এখনও এনিম্যাল ট্রয়ালে আছে। কিছুদিনের মধ্যে হিউম্যান ট্রয়ালে যাবে দেশের এই ভ্যাকসিন। এরই মধ্যে বিশ লাখ ডোজ টিকা কিনতে সমঝোতা করেছে নেপাল।

তবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশীদ জানিয়েছেন, হিউম্যান ট্রায়াল সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরই বিভিন্ন দেশে রফতানি করা হবে বলে।

গ্লোব বায়োটেকেরে চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যানকোভিডের দুই মিলিয়ন ডোজ ক্রয়ের সমঝোতা হয়েছে নেপালের আনমোল ফার্মাসিক্যাল। আগ্রহী আরও বেশ কয়েকটি দেশ।

নেপালের অ্যাম্বাসেডর ডা. বনশ্রীধর মিশ্রা বলেন, তারা এই ভ্যাক্সিন নিতে আগ্রহী। সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা। বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়েলে আগ্রহী নেপাল।