বিয়ের ফটোশুটে ব্যাট হাতে সানজিদা

বিয়ের ফটোশুটে ব্যাট হাতে সানজিদা

ক্রিকেটারদের বিয়ের ফটোশুট এমনই হওয়া উচিত।

পরনে শাড়ি। গা ভরতি গয়না। পায়ে বাহারি জুতা। এদিকে হাতে প্রিয় ব্যাটখানি। কখনও স্ট্রেট ড্রাইভের, কখনও আবার পুলের মেজাজে। বিয়ের ফটোশুটে এভাবেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের ডানহাতি ‘ব্যাটস-উওম্যান’ সানজিদা ইসলাম। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয় মুহুর্তের মধ্যে। এরই মধ্যে তাঁর ছবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল পেজে আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা হয় প্রকৃত ক্রিকেটারের বিয়ের ফটোশুট এমনই হওয়া উচিত।

ক্রিকেট প্রেমীদের কাছে এ শব্দ শুধুমাত্র বল আর ব্যাটের খেলা নয়, ক্রিকেট তাঁদের কাছে একটি আবেগ, একটি ভালোবাসা। যে আবেগ প্রশ্রয় পায় ২২ গজের আঙিনায়। ছোটবেলা থেকেই এই ২২ গজের প্রতি সানজিদার প্রবল আকর্ষণ। ২৪ বছরের খেলোয়াড় ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তারপর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ১৪টি একদিনের ম্যাচ খেলে ফেলেছেন। ৩২টি টি-২০ ম্যাচ রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৮ সালে উওম্যান এশিয়া কাপ ফাইনাল টিমেরও অঙ্গ ছিলেন সানজিদা। বিয়েও করেছেন আরেক ক্রিকেটারকে। মহম্মদ মোসাদ্দিক। ২০১৭-১৮ সালে বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগের ফার্স্ট-ক্লাস ম্যাচে রংপুরের হয়ে অভিষেক করেছিলেন মহম্মদ মোসাদ্দিক। ক্রিকেটই দু’জনের ভালবাসার ভিত। সেই কারণেই এই অভিনব ফটোশুটের ভাবনা।