ট্রাম্প-বাইডেন শেষ বিতর্ক

ট্রাম্প-বাইডেন শেষ বিতর্ক

নির্বাচনের আগে শেষ বিতর্কে মুখোমুখী ট্রাম্প-বাইডেন।

৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বিতর্কে মুখোমুখি হলেন তার আগে দুই প্রার্থী যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন । 

বিতর্কের এক পর্যায়ে কোভিড-১৯এ মৃতের সংখ্যা নিয়ে তীব্র ভাবে বিতর্কে জড়িয়ে পড়েন দুজনে।

বাইডেন ট্রাম্প সম্পর্কে বলেছেন, “উনি বলেছেন যে আমরা এই মহামারী মোকাবিলায় ভালো অবস্থানে রয়েছি খুব শীঘ্রই এর শেষ হবে। কিন্তু যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২২০,০০০ ছাড়িয়ে গিয়েছে।” বাইডেন জানিয়েছেন, এতগুলো মৃত্যুর জন্য যিনি দায়ী তার প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়। 

এদিকে ট্রাম্প বাইডেনকে অভিযুক্ত করেছেন, উনি তো প্রেসিডেন্ট হলে এই ভাইরাসের বিস্তার বন্ধ করতে পুরো দেশকে লকডাউনের আওতায় নিয়ে আসবেন। ট্রাম্প বলেন, যদি আমাদের বিশাল আমলাতন্ত্রের কোন একজন বলেন দেশ বন্ধ করে দিতে, তাহলে সে তাই করবে।

সেপ্টেম্বরের প্রথম বিতর্কের তুলনায় শেষ বিতর্কটি অনেক শৃঙ্খল ছিল। প্রথম বিতর্কে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় যখন উভয় প্রার্থী ক্রমাগত একে অপরকে তাদের মন্তব্য শেষ করতে বাধা দিচ্ছিলেন। কিন্তু এ বিতর্কে তাদের অনেক শান্ত দেখা গেছে।  তারা তাদের গোন্ডির মধ্যেই ছিলেন।