বার্তামেউয়ের বিরুদ্ধে পিকের ক্ষোভপ্রকাশ

বার্তামেউয়ের বিরুদ্ধে পিকের ক্ষোভপ্রকাশ

পিকে-বার্তামেউ। ফাইল ছবি।

বার্সেলোনা বিতর্ক যেন শেষ হচ্ছে না। দলের প্রধান খেলোয়াড়দের সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট বার্তামেউয়ের সম্পর্ক এখনও ভালো হয়নি তা আবরও প্রকাশ পেল। এবার প্রকাশ্যে ক্লাব কর্তাদের বিরুদ্ধে সরব হলেন দলের খেলোয়াড় জেরার্ড পিকে। এক সাক্ষাৎকারে প্রকাশ্যে তাঁদের সমালোচনা করলেন বার্সার রক্ষণভাগের অন্যতম এই খেলোয়াড়। মেসির সঙ্গে বার্সার ঝামেলা, খেলোয়াড়দের বেতন সংক্রান্ত ঝামেলা। সব বিষয়েই মুখ খুললেন তিনি।

চলতি বছরের শুরুতেই ‘‌বার্সাগেট’‌ কেলেঙ্কারির কথা সামনে এসেছিল। মেসি, পিকে মতো দলের অভিজ্ঞ, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা নাকি ‘‌আইথ্রি’‌ নামের একটি প্রতিষ্ঠানকে টাকা দিয়েছিল। নাম জড়িয়েছিল ক্লাবের অন্যতম ডিরেক্টর জাউমা মাসফেরের। পিকে নিজেই এ নিয়ে বার্সা প্রেসিডেন্টের কাছে ক্ষোভপ্রকাশ করেছিলেন। বার্তামেউ জানিয়েছিলেন, এ ব্যাপারে তিনি কিছু জানতেন না। এরপরও জাউমা ক্লাবের সঙ্গে যুক্ত। সেই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে পিকে বলেন, ‘‌‌আমাদের ভাবমূর্তি নষ্ট করতে যাঁরা ক্লাবের অর্থ খরচ করেছে, তাঁরা যে এখনও কীভাবে ক্লাবের যুক্ত থাকে?‌ এটা আমাদের জন্য খুবই কষ্টকর।’‌

এরপর ভালভারদেকে ছাঁটাই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। ২০১৯–২০ মরশুমের মাঝেই ছাঁটাই হন ভালভারদে। কোচ হয়ে আসেন কিকে সেতিয়েন। কিন্তু মৌসুম শেষে লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ কোনওটাই জিততে পারেনি বার্সেলোনা। এরপর ছাঁটাই হন সেতিয়েন। এই প্রসঙ্গে পিকের বক্তব্য, ‘‌আমার মনে হয় না মৌসুমের মাঝপথেই কোচ ছাঁটাই করার সিদ্ধান্ত ঠিক ছিল। পরপর দুই ‌বার লা লিগা জেতার পাশাপাশি ওই সময়ও আমরা লিগ টেবিলের শীর্ষেই ছিলাম।’

এছাড়া পুরনো তারকারা কেউ ক্লাবের সঙ্গে যুক্ত না থাকায় অবাক হয়েছেন পিকে। “গুয়ার্দিওয়ালা, জাভি, পুয়েল ও ভিক্টর ভালদেসদের ক্লাবের সঙ্গে না থাকাটা আমাকে অবাক করেছে। আমার সবসময় মনে হয়, এই সকল ব্যক্তিদের সবসময় বার্সার সঙ্গে থাকা উচিত।’‌’ মেসির‌ সঙ্গে ক্লাবের বিতর্ক নিয়ে পিকের বক্তব্য, “মেসির সঙ্গে তৈরি হওয়া সমস্যা ক্লাব আরও ভালভাবে সামলাতে পারত। আমি লিওকে ধরে রাখতে বলেছিলাম। কাম্প ন্যুর নামকরণ মেসির নামে করা উচিত। মেসি সবকিছু পাওয়ার যোগ্য।’