নৌবাহিনী কর্মকর্তাকে মারধর : ৩ দিনের রিমান্ডে দিপু

নৌবাহিনী কর্মকর্তাকে মারধর : ৩ দিনের রিমান্ডে দিপু

সোমবার রাতে এ বি সিদ্দিক ওরফে দিপুকে আটক করে র‌্যাব।

নৌবাহিনী কর্মকর্তালেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের অভিযোগে করা মামলায় কাউন্সিলর ইরফান সেলিমের সহযোগী এ বি সিদ্দিক ওরফে দিপুকে রিমান্ডে আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ধানমন্ডি থানা পুলিশ। এসময় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক সত্যব্রত শিকদার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে ইরফার সেলিমের সহযোগী এ বি সিদ্দিককে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। তার আগে এই মামলায় গ্রেফতার হন ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদ ও গাড়িচালক মিজানুর রহমান।

রবিবার (২৫ অক্টোবর) রাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে ইরফান ও তার সহযোগীদের হাতে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান মারধরের শিকার হন।

এ ঘটনায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা।