মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে অ্যামি

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে অ্যামি

ট্রাম্প-অ্যামি কোনি ব্যারেট।

নির্বাচনের সময়ে বড়সড় স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসলেন তাঁর মনোনীত অ্যামি কোনি ব্যারেট।

স্থানীয় সময়, সোমবার (২৬ অক্টোবর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে প্রধান বিচারপতি পদ নিয়ে ভোট হয়। রিপাবলিকানদের দখলে থাকা কক্ষে অ্যামি ৫২টি ভোট পেয়েছেন তিনি। বিপক্ষ প্রার্থী পেয়েছেন ৪৮টি। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ট রিপাবলিকানরা। তাই দলীয় ও প্রেসিডেন্টের মত মেনে তাঁরাই এগিয়ে দিলেন অ্যামিকে। তারপরই হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে চিফ জাস্টিস পদে শপথ নেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনের মুখে কি সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পদে এমন নিয়োগ হওয়া উচিত? দীর্ঘদিন ধরেই এ নিয়ে তীব্র বিতর্ক চলছিল যুক্তরাষ্ট্রে। ডেমোক্র্যাটরা এই বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। সেখানে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্টের হাত থাকে। প্রেসিডেন্ট বিচারপতি মনোনীত করেন। ফলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রেসিডেন্ট নির্বাচনের মুখে হওয়া অনুচিত।