ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে

ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে

সাম্প্রতিক ছবি

ঢাকাসহ সারাদেশেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে। একদিনের ব্যবধানেই ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা শতকরা ২ ভাগ কমেছে। অন্যদিকে দেশের অন্যান্য বিভাগেও একদিনে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে শতকরা ৫ ভাগ।

বুধবার মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে সরবরাহকৃত তথ্যে দেখা গেছে, শুধুমাত্র রাজধানী ঢাকাতে ২৪ ঘন্টায় নতুন রোগি ভর্তি হয়েছে ৭১১ জন এবং এই একই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ছাড়া পেয়েছে ৭৬৪ জন। অর্থাৎ নতুন রোগীর ভর্তির তুলনায় রোগী হাসপাতাল থেকে রিলিজ হচ্ছে বেশি। এতেই প্রমাণ হয় ডেঙ্গু রোগী ক্রমেই কমছে।

সূত্র আরো জানায়, ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছে ৯১৫ জন। অন্যদিকে রোগী ছাড়া পেয়েছেন এক হাজার ৫৪ জন। দেশের বিভিন্ন হাসপাতালে একদিনে নতুন রোগী ভর্তিও সংখ্যা শতকরা ৩ ভাগ কমেছে। শুধু ঢাকা শহরে নতুন রোগী ভর্তির সংখ্যা শতকরা ২ ভাগ আর ঢাকার বাইরে এই সংখ্যা শতকরা ৫ ভাগ কমেছে।