বোর্ড-সহ বার্সা প্রেসিডেন্টের পদত্যাগ

বোর্ড-সহ বার্সা প্রেসিডেন্টের পদত্যাগ

ফাইল ছবি।

চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ বার্সেলোনা বনাম জুভেন্তাস ম্যাচের আগে বড় ঘটনা ঘটে গেল ন্যু-ক্যাম্প। সংবাদটি লিওনেল মেসির মনঃপূত হওয়ার মতো। বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ বার্তামেউ পদত্যাগ। এদিকে ফের করোনা পজিটিভ হয়ে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে গেলেন রোনাল্ড।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে বার্তামেউ নাটকীয় ভাবে পুরো বোর্ড সহ পদত্যাগ করলেন। অপসারণ নিয়ে তাঁর উপর চাপ বাড়ছিল। বায়ার্ন মিউনিখের কাছে গত চ্যাম্পিয়ন্স লিগে আট গোলের বিপর্যয়ের পর লিওনেল মেসি যে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন, তার নেপথ্য কারণ ছিলেন বার্তামেউ।

এমনিতেই আগামী বছর মার্চে নিজের মেয়াদ শেষ করে সরে যাওয়ার কথা ছিল বার্তামেউয়ের। কিন্তু মেসি কাণ্ডের পর বাকি সদস্যরা বার্সেলোনা প্রেসিডেন্টের উপর এতটাই রেগে যান যে, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। বলা হচ্ছে, বার্তোমিউ বুঝতেই পেরেছিলেন যে, তাঁর বিদায় নিশ্চিত। তাই নিজে থেকে তিনি সরে গেলেন।

এদিকে ফের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় দেখা যাবে না মেসি–রোনাল্ডো দ্বৈরথ। যার ফলে বার্সার বিপক্ষে মাঠে থাকছেননা রোনাল্ড।