রাজবাড়ী-ভাঙ্গায় আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু

রাজবাড়ী-ভাঙ্গায় আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু

রাজবাড়ী রেলওয়ে স্টেশন। ফাইল ছবি।

রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করবে।

রাজবাড়ী রেলওয়ে সূত্রে জানায়, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে রাজবাড়ী হয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করতো। সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলার ভাঙ্গা রুটের গুরুত্ব বিবেচনা করে রুট পরিবর্তন করে রাজবাড়ী হয়ে ভাঙ্গা পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নতুন সময়সূচিতে ট্রেনটি সকাল আটটায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী পৌঁছবে ১২টা ৩০ মিনিটে। সেখান থেকে ১২টা ৪০ মিনিটে ছেড়ে ভাঙ্গা পৌঁছাবে দুপুর দুইটায়। আবার ভাঙ্গা থেকে দুপুর ২টা ২৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌঁছবে ৩টা ৩৮ মিনিটে। রাজবাড়ী থেকে পুনরায় রাজশাহীর উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাবে ৩টা ৪৩ মিনিটে। আন্তঃনগর মধুমতি ছাড়াও রাজবাড়ী-ভাঙ্গা রুটে রাজবাড়ী এক্সপ্রেস ১ ও ২ নামে দুটি মেইল ট্রেন প্রতিদিন চলাচল করে।