করোনায় বিধি নিষেধ, ইতালিতে বিক্ষোভ

করোনায় বিধি নিষেধ, ইতালিতে বিক্ষোভ

বিক্ষোভ ঠেকাতে সতর্ক ইতালি পুলিশ।

সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ। এরমধ্যে অনেক দেশে বড়াতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এর ফলে বিভিন্ন দেশে চলছে কড়কড়ি নিয়ম। এর ব্যতিক্রমে নেই ইতালি। ইটালিতে সরকার বিভিন্ন জায়গায় কড়া বিধি নিষেধ আরোপ চলেছে। আর সেই করাকড়ি দেখে ক্ষোভ বাড়ছে জনগণের মধ্যে। আর সেই ক্ষোভ থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হতে দেখা গিয়েছে উত্তর ইতালির বিভিন্ন অঞ্চলে।

সোমবার রাতের বিক্ষভে পুলিশে সাথে সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। অনেক দোকানে লুটপাট চালিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণ করতে মিলানে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মিলানের রাস্তায় মশাল মিছিল করেছে স্থানীয় মানুষ। অল্প বয়সী ছেলে-মেয়ে থেকে বয়স্ক নাগরিকরাও ছিলেন মিছিলে।

ইটালিতে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বার এবং রেস্টুরেন্টগুলো সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় সরকার। পাশাপাশি সিনেমা জিম সুইমিংপুল বন্ধ রাখতে আদেশ দিয়েছে দেশটির প্রশাসন। এই কারনেই বিক্ষোভ করছে অনেকেই। পুলিশ ইতিমধ্যেই ২৮ জন বিক্ষোভকারীকে আটক করেছে। এদের মধ্যে ১৮ জন ইতালির নাগরিক এবং ১০ জন বিদেশি।