সিলেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

সিলেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ছবি: সংগৃহীত।

সিলেটে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস নামে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের হয়নি বলে সিলেট রেলওয়ে সূত্রে জানা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে ভুল করে একই লাইনে ঢুকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢুকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন সিডিউল অনুযায়ী যেতে পারবে না। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে।