মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে: রোনালদো

মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে: রোনালদো

ছবি সংগৃহিত।

কে সেরা? লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এমন প্রশ্নে বিভক্ত ফুটবল বিশ্ব। এমন প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মেসি-রোনালদোর সম্পর্কটা স্বাভাবিক। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো গড়ে ওঠেনি হয়তো। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে খেলা কিংবা ভিন্ন লীগে খেলার কারণে সেটা আর হয়ে ওঠেনি। তবে রোনালদোর আশা একদিন তারা ভালো বন্ধু হতে পারবেন। মেসির সঙ্গে ডিনারে যেতে পারবেন! পর্তুগিজ চ্যানেল টিভিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপার স্টার রোনালদো বলেন ‘মেসির সঙ্গে আমার দারুণ পেশাদারি সম্পর্ক। কারণ আমরা দুজনই ১৫ বছর ধরে একই মুহূর্ত ভাগাভাগি করছি। আমি ওর সঙ্গে কখনো ডিনারে হয়তো যাইনি। কিন্তু ভবিষ্যতে কেন নয়? এটা করতে আমার কোনো আপত্তি নেই।’


শুধু ডিনারের আমন্ত্রণ নয়, নিজের ক্যারিয়ারে মেসির অবদান নিয়েও কথা বলেছেন রোনালদো। মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানিয়েছেন তিনি। রোনালদো বলেন, ‘এখন পর্যন্ত ওর যা ক্যারিয়ার আমি সেটা শ্রদ্ধা করি। আর সে কিন্তু নিজেই বলেছে আমি স্প্যানিশ লিগ ছেড়ে আসায় ওরও সমস্যা হয়েছে। কারণ এটা এমন এক প্রতিদ্বন্দ্বিতা যার গুরুত্ব সে বোঝে। এটা ভালো যে ফুটবলে এমন এক প্রতিদ্বন্দ্বিতা আছে, তবে এটা ব্যতিক্রম কিছু নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডানের প্রতিদ্বন্দ্বী ছিল। ফর্মুলা ওয়ানে আরটেন সেনা ও অ্যালেইন প্রস্টের মধ্যে ছিল। সব খেলার বড় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটি মিল খুঁজে পাওয়া যায়, আর সেটা হলো এটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা। মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে, আর আমি তাকে।’