কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

কুষ্টিয়ায় ট্রাকের-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে পাঁচজন যাত্রীবাহী অ্যাম্বুলেন্স ঝিনাইদহ যাওয়ার জন্য রওনা দেয়। বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক কুষ্টিয়া খুলনা সড়কের বিত্তিপাড়ার এগারোমাইল নামক স্থানে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে অ্যাম্বুলেন্সের পাঁচযাত্রী নিহত হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়। তবে চালক পলাতক রয়েছে।

নিহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি।) মোস্তাফিজুর রহমান রতন জানিয়েছেন।