Thursday, 13th August 2020 05:22 PM

ফরিদপুরে বাস খাদে পড়ে ৬ জন নিহত

ফরিদপুরে বাস খাদে পড়ে  ৬ জন নিহত

ছবি সংগৃহিত।

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও আরও ২২ জন আহত হন।

শনিবার বেলা আড়াইটার দিকে কমফোর্ট লাইন পরিবহনের ফরিদপুরমুখী একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল খবরটি নিশ্চিত করছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।