ঈশ্বরদীতে যাত্রী তোলাকে কেন্দ্র করে একজন নিহত

ঈশ্বরদীতে যাত্রী তোলাকে কেন্দ্র করে একজন নিহত

প্রতীকী ছবি।

যাত্রী তোলাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে অটোসিএনজি ও ব্যাটারী চালিত অটোবাইক চালকের মধ্যে মারামারিতে এক অটোচালক মারা গেছেন। 

নিহত অটোসিএনজি চালক হলেন-ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন মৃধার ছেলে মিজানুর রহমান সুজন (৩৭)। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিজানুর রহমান সুজন অটোসিএনজি নিয়ে যাত্রী তোলার উদ্দেশ্যে দাশুড়িয়ার দরগাপাড়ার মুচিপাড়া এলাকায় দাঁড়ান। এ সময় অপেক্ষমান ব্যাটারী চালিত অটোবাইকের চালক কাশেম জমিদারের সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কাশেম জমিদার বড় লোহার তালা দিয়ে বেধড়ক আঘাত করে অটোসিএনজি চালক মিজানুর রহমান সুজনকে। এতে সুজন গুরুতরভাবে আহত হন। এসময় উপস্থিত লোকজন গুরুতর আহত সুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সুজন মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে ওসি জানান।