শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

দাবি আদায়ের জন্য শাহবাদ মোড় অবরোধ করে বসে আছে মেডিকেল শিক্ষার্থীরা

সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চারটি দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। অবরোধের ফলে রোববার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, প্রফ পরীক্ষা না নেয়া, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া এবং মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়ার দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো যে,যৌক্তিক তা কর্তৃপক্ষও মানছে,কিন্তু সমাধান করছে না। অমাদের এই দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে নোটিস না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।

করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন।