চার ম্যাচ পর বার্সার জয়

চার ম্যাচ পর বার্সার জয়

চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল বার্সা। ছবি: এএফপি।

লা লিগায় চার ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনাও। প্রথমার্ধে মেসিহীন দলে ১-১ নিয়ে মাঠ ছাড়ে বার্সা। পরবর্তীতে ৫-২ গোল নিয়ে জয় তুলে নেয় মেসি বাহিনী।

ক্যাম্প ন্যু-তে রিয়াল বেতিসের বিরুদ্ধে প্রথম একাদশে লিওনেল মেসিকে রাখেননি রোনাল্ড কোমান। তা সত্ত্বেও ২২ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন ওসমানে দেম্বেলে। আর ৩২ মিনিটে পেনাল্টি নষ্ট করেন আঁতোয়া গ্রিজম্যান। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ১-১ করেন আন্তোনিয়ো সানাবারিয়া। 

আর ঝুঁকি না নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই আনসু ফাতির পরিবর্তে মেসিকে নামান কোমান। চার মিনিটের মধ্যেই গোল করেন গ্রিজম্যান। ৬০ মিনিটে লাল কার্ড দেখেন বেতিসের আইসা মান্দি। পেনাল্টি থেকে ৩-১ করেন মেসি। ৭২ মিনিটে লোরেন মোরন ৩-২ করেন। ৮২ মিনিটে ফের গোল করেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। এই মৌসুমে প্রথম বার ফিল্ড গোল করলেন মেসি! ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৫-২ করেন পেড্রো।