নাগার্নো-কারাবাখে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন

নাগার্নো-কারাবাখে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন

ছবি:সংগৃহীত

রাশিয়া মঙ্গলবার নাগার্নো-কারাবাখে ২ হাজার শান্তিরক্ষী মোতায়েন শুরু করেছে। বিরোধপূর্ণ এ অঞ্চলে কয়েক সপ্তাহের ভয়াবহ যুদ্ধের অবসানে আর্মেনিয়া ও আজারবাইজান একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার পর তারা এসব সৈন্য মোতায়েন শুরু করে। খবর এএফপি’র।

জাতিগত আর্মেনীয়দের নিয়ন্ত্রণে থাকা এ ভূখণ্ড ফের দখলের লড়াইয়ে আজারবাইজানিদের বিজয়ের পর মস্কোর মধ্যস্থতায় এ শান্তি চুক্তি হয়। এর ফলে আজারবাইজানে আনন্দ প্রকাশ করা হলেও আর্মেনিয়ায় বিক্ষোভ করা হয়। সেখানে বিক্ষোভকারীরা এ ভূখণ্ড হাতছাড়া করার জন্য তাদের নেতাদের প্রতি নিন্দা জানাতে রাজপথে অবস্থান নেয়। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে যুদ্ধ চলাকালে এ ভূখণ্ড আজারবাইজানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে।

আর্মেনিয়া প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার এ শান্তি চুক্তির ঘোষণা দেন।পশিনিয়ান বলেন, এ চুক্তি ‘আমার এবং আমাদের জনগণের জন্য অবর্ণনীয় বেদনাদায়ক।’অপরদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ চুক্তিকে আর্মেনীয়দের আত্মসমর্পণ হিসেবে উল্লেখ করেন। বাসস