কুষ্টিয়ায় ১ লাখ ২০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ায় ১ লাখ ২০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

১২ লাখ নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল -২।

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারায় একটি বাস থেকে ১ লাখ ২০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল -২। জব্দকৃত বিড়ি রাজস্ব ৩৮ হাজার ৮০ টাকা।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৬ টার দিকে জেলার ভেড়ামারা বাস স্ট্যান্ডে একটি লোকাল বাস থেকে ৬০ হাজার দয়াল বিড়ি এবং ৬০ হাজার জীবন বিড়ি জব্দ করে কাস্টমস কর্মকর্তারা।  

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল -২ জানায়, কাস্টমস কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বড় আকারের একটি বিড়ির চালান রাজস্ব ফাঁকি দিয়ে সরবরাহ করা হচ্ছে।  এমন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা ভেড়ামারা বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। এসময় একটি লোকাল বাস থেকে নকল ব্যান্ডরোলযুক্ত ৬০ হাজার শলাকা দয়াল বিড়ি এবং ৬০ হাজার শলাকা জীবন বিড়ি জব্দ করে। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। 

জব্দকৃত বিড়ির বাজার মূল্য ৮৬,৪০০ টাকা। যার থেকে সরকারের রাজস্ব আসতো ৩৮ হাজার ৮০ টাকা।  

পরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িগুলো জব্দ করে ভেড়ামারা সার্কেল দপ্তরে নিয়ে যাওয়া হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী পরবর্তী আইনাগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।