রাজধানীতে বাস পোড়ানো মামলায় ১৭ জনের রিমান্ড

রাজধানীতে বাস পোড়ানো মামলায় ১৭ জনের রিমান্ড

ফাইল ছবি।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন থানায় ১০ টি মামলা করেছে পুলিশ। এ মামলাগুলোতে এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। এদর মধ্যে ১৭ জনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে, শাহবাগ থানার দুই মামলায় ৬ জনের ৩ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে পল্টন থানার দুই মামলায় ৭ জনের ৫ দিন এবং ২ জনের ৩ দিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়ছে। এছাড়া মতিঝিল থানার এক মামলায় একজনের ৩ দিন ও অপর আরেক মামলায় আরেক জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার চীফ মেট্রপলিটন ম্যজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ ও পল্টনসহ মোট ৫ থানায় ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে চার শতাধিক জনকে। ইতোমধ্যে আসামিদের ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে মোট ৯ টি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় এসব বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।