নিয়ন্ত্রণরেখায় পাক-ভারতের বন্দুক যুদ্ধ, ভারতীয় ৩ সেনাসহ নিহত ৬

নিয়ন্ত্রণরেখায় পাক-ভারতের বন্দুক যুদ্ধ, ভারতীয় ৩ সেনাসহ নিহত ৬

ফাইল ছবি।

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান-ভারতের সোনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৩ ভারতীয় সেনাসহ ৬ জন নিহত  হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত থেকে উত্তর কাশ্মীরের বারামুলায় উরি সেক্টরে পাকিস্তান এবং ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এসময় ভারতীয় এক বিএসএফ সাব-ইনস্পেক্টর এবং দুই সেনা জওয়ান নিহত হয়েছেন। অতর্কিত গোলাগুলিতে ৩ বেসামরিক লোক নিহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালেও উরি সেক্টরের গাজি পির এলাকাতে দুই পক্ষের বন্দুক যুদ্ধ হয়। 

জানা গেছে, জম্মু কাশ্মীরের পুঞ্চের সজিয়াঁতেও বিরোতিহীন সংঘর্ষ হয়। এসময় সেখানে ৭ জন বেসামরিক লোক আহত হয়। 

ভারতীয় সেনা সূত্র বলছে, ভারতের হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।