পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প

ছবি:সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শনিবার রিখটার স্কেলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় ভূতাত্ত্বিক মনিটরিং সেন্টার এ কথা জানায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রদেশের রাজধানী কোয়েটার ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

সূত্র জানায়, ৬৭.৩৪ ডিগ্রি পূর্ব অক্ষাংশ এবং ৩০.৩৫ ডিগ্রি দ্রাঘিমাংশে স্থানীয় সময় সকাল ৭টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, কোয়েটার পাশাপাশি মাস্তুঙ্গ, কিল্লা আবদুল্লাহ ও পিসিন জেলাসহ প্রদেশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।

সিনহুয়ার সঙ্গে আলাপকালে পাকিস্তানের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজ বলেন, অগভীর ভূস্তরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং কেন্দ্রস্থল যদি ঘনবসতিপূর্ণ এলাকার কাছে হতো তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

কোয়েটা থেকে পুলিশ সূত্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাশের জেলাগুলোতে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। বাসস