বেড়া উপজেলা উপ-নির্বাচনে আ'লীগ প্রার্থী বাবুর গাড়ি বহরে হামলা, ৩০ জন আহত, ৪০টি গাড়ী ভাংচুর

বেড়া উপজেলা উপ-নির্বাচনে আ'লীগ প্রার্থী বাবুর গাড়ি বহরে হামলা, ৩০ জন আহত, ৪০টি গাড়ী ভাংচুর

হামলায় আহত একজন।

পাবনার বেড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী রেজাউল হক বাবুর নির্বাচনী গাড়ি বহরে হামলা সন্ত্রাসীরা। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিএন্ডবি মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় কম পক্ষে ৩০ জন আহত এবং গাড়ি বহরের মোটর সাইকেল, মাইক্রোবাসসহ প্রায় ৪০টি গাড়ি ভাংচুর করা হয় বলে রেজাউল হক বাবু দাবি করেন।
 
এ বিষয়ে বেড়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান ঘটনার কথা শুনেছেন বলে জানান। একই সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলেও তিনি নিশ্চিত করেন।

বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল বলেন, মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আমাদের প্রার্থী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজিরহাটে সমাবেশ শেষে বেড়া সদরে আমাদের মোটর বহরটি প্রবেশ করার জন্য যখন বেড়া সিএন্ডবি মোড়ে পৌঁছায় তখন ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ৩০ জন আহত এবং ৪০টির মত মোটরসাইকেল ও মাইক্রোবাস ভাংচুর করে।