ফেসবুকে সাকিবকে হত্যার হুমকি দেয়া সেই যুবক আটক

ফেসবুকে সাকিবকে হত্যার হুমকি দেয়া সেই যুবক আটক

ছবি: সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে  হত্যার হুমকি দেওয়া  সেই যুবক মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জের মাইগাঁও থেকে তাকে আটক করা হয়।

মহসিন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

 দুপুরের দিকে তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করার কথা রয়েছে। এরআগে সোমবার মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জালালাবাদ থানায় এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের জানান,সুনামগঞ্জ থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে।  ফেসবুক লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির দেওয়ায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

এর আগে সোমবার রাতে সিলেট সদর উপজেলায় টুকেরবাজার শাহপুর তালুকদার পাড়ায় মহসিন তালুকদারের বাড়িতে গিয়ে র‍্যাব ও পুলিশ তাকে পায়নি।

সোমবার দিবাগত রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে ওই যুবক। কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠানে অংশ নেয়ায় সাকিবকে এ হুমকি দেয়া হয়।

ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো লাইভে এসে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।