গাজীপুরে স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যা,ভাড়াটিয়া দম্পতি আটক

গাজীপুরে স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যা,ভাড়াটিয়া দম্পতি আটক

প্রতীকী ছবি।

বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুলছাত্রীকে বাড়ির ভাড়াটিয়া দম্পতি নৃশংসভাবে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় ওই দম্পতিকে আটক করেছে পুলিশ।

নিহত লিমু আক্তার লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

আটকরা হলেন- বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার  সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম।

পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, তিন মাস আগে সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পাঁচ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে বাকবিতণ্ডাও হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও মিলি মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে হত্যার পর লাশ পাশের খালের পানিতে ফেলে রাখে।

পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করছিল। এসময় সুমন পানির নিচে লামিয়ার লাশের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরাপমর্শ দেন। সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মৃতদেহ উদ্ধার এবং তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি ওই দম্পতি স্বীকার করেছে। ইউএনবি