সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতার দাবি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির

সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতার দাবি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন যশোরে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

ইউনিয়ন পরিষদ সচিবদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নতীকরণ সহ সরকারি কোষাগার থেকে  শতভাগ বেতন প্রদানের দাবি সম্পর্কে প্রধান অতিথি বলেন, ইউনিয়ন পরিষদ সচিবদের দাবিগুলো যৌক্তিক। এ বিষয়ে তিনি উচ্চপর্যায়ে কথা বলবেন। এছাড়া সচিবদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আরো দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান তিনি।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক মোহাম্মদ হুসাইন শওকত ,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম রেজাউল করিম তুহিন সহ অন্যান্য নেতারা।