আফগানিস্তানে অস্ট্রেলিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে

ফাইল ছবি।

আফগান যুদ্ধে ৩৯ নিরপরাধ ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করেছে অস্ট্রেলিয়ার এলিট ফোর্সের সদস্যরা। অকাট্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ প্রতিক্ষীত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ চার বছর অনুসন্ধান শেষে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ)। খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেছেন, নিহতদের মধ্যে কোনো সশস্ত্র লোক ছিলেন না। তারা ছিলেন নিরস্ত্র কারাবন্দি, কৃষক, শিশু এবং অন্যান্য বেসামরিক লোক। তিনি নিজ বাহিনীর সদস্যদের ওই অপরাধের জন্য আফগানিস্তানের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। 

নিজেদের সেনাদের যুদ্ধাপরাধের বিষয়টা অবশ্য অস্ট্রেলিয়া প্রথম প্রথম অস্বীকার করার চেষ্টা করেছিল। তবে ২০১৬ সালে তারা একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি জানায়, ২৩টি ঘটনায় ৩৯ আফগান নাগরিক হত্যায় তাদের স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের ২৫ সদস্য দায়ী বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে ফোন করে ক্ষমা চান। আফগান প্রেসিডেন্ট বলেছেন, অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী দায়ী এসব সেনা সদস্যদের বিচারের আওতায় আনবেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন।

তদন্ত প্রতিবেদনে ২৩টি ঘটনায় গণহত্যার জন্য দায়ী সদস্যদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।