সিরাজগঞ্জে 'জঙ্গি আস্তানা' সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

সিরাজগঞ্জে 'জঙ্গি আস্তানা' সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

বাড়িটি ঘিরে আইন-শৃংখলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি- সংগৃহীত।

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব-১২।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে উকিল পাড়ার শিক্ষক ফজলুল হকের বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে এক নারী ভাড়াটিয়া বসবাস করে আসছিলেন। কয়েকমাস আগে বগুড়া থেকে দু'জন লোক ওই বাড়িতে এসে থাকতে শুরু করে। শুক্রবার ভোর থেকে ওই বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‌্যাব-১২ এর এএসপি মহিউদ্দিন মিরাজ জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে সন্দেহে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ওই বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষ হলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।