'জঙ্গি আস্তানা' সন্দেহ বাড়ি থেকে ৪ জনের আত্মসমর্পণ

'জঙ্গি আস্তানা' সন্দেহ বাড়ি থেকে ৪ জনের আত্মসমর্পণ

বাড়িটি ঘিরে আইন-শৃংখলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি- সংগৃহীত।

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৪ জন র‌্যাব-১২ এর কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।

আত্মসমর্পণকারীদের পরিচয় এখনো জানা যায় নি।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে উকিল পাড়ার শিক্ষক ফজলুল হকের বাড়িটি ঘিরে রেখে অভিযান পরিচালনা করে র‌্যাব-১২। এসময় র‌্যাব বাড়িটি ঘেরাও করে ঘরে অভিযান পরিচালনা করে। তখন বাড়ি থেকে ৪ জন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

বাড়িটিতে র‌্যাবের ঢাকা থেকে যাওয়া বোম ডিসপোজাল ইউনিট অভিযানে কাজ করছে বলে র‌্যাব-১২ সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়ার ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়।