জম্মু-কাশ্মীর পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

ফাইল ছবি।

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে পাতিল সংগ্রাম শিবাজী নামে ভারতীয় সেনাবাহিনীর এক হাবিলদার নিহত ও অন্য এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার (২১ নভেম্বর) কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সেনাদের অভিযোগ, পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাবাহিনীর অগ্রবর্তী চৌকিকে টার্গেট করে গুলিবর্ষণ করে। ভারতীয় সেনা জওয়ানরা পাল্টা গুলিবর্ষণ করে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাবিলদার পাতিল সংগ্রাম শিবাজী ছিলেন একজন সৈনিক নিহত হয়েছেন। তাঁর সর্বোচ্চ ত্যাগ ও কর্তব্য নিবেদনের জন্য জাতি সর্বদা তাঁর প্রতি ঋণী থাকবে। নিহত ওই সেনা সদস্য ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা।

গত ১৩ নভেম্বর জম্মু-কাশ্মীর সীমান্তের গুরেজ ও উরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে সেনাবাহিনীর ৪ জওয়ান ও বারামুল্লায় বিএসএফের এক কর্মকর্তা নিহত হয়েছিলেন।