ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা

ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা

ফাইল ছবি।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল উইসকনসিনয়ের একটি শপিং মল। এই ঘটনায় আহতই হয়েছেন অন্তত ৮ জন। এখনও হামলাকারীকে ধরতে পারেনি মার্কিন পুলিশ।

মার্কিন পুলিশ ও এফবিআই জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) উইসকনসিন রাজ্যের মিলওয়াউকে কাউন্টির মে ফেয়ার শপিং মলে হঠাৎ গুলি করতে শুরু করে হামলাকারী। শ্বেতাঙ্গ ওই বন্দুকধারীর বয়স ২০ থেকে ৩০ বছর হবে। গুলির আঘাতে আহত হয় ৮ জন মানুষ। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এফবিআই ও পুলিশকর্মীরা। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় হামলাকারী।

সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রীতিমতো উত্তাল আমেরিকা ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বিডেন জয়ী হওয়ার সঙ্গে হিংসায় মেতে উঠেছেন ট্রাম্পপন্থীরা। উসকনসিনেও বিডেন জয়ী হওয়ায় সেখানে ক্ষুব্ধ ট্রাম্পের সমর্থকরা। তবে এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না এর নেপথ্যে রয়েছে সন্ত্রাসবাদী কোনও সংগঠন তা স্পষ্ট নয়। গোটা ঘটনার উপর থেকে পর্দা সরাতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক এর রচেস্টার এলাকায় বন্দুকধারীর হামলায় দু’জনের মৃত্যু হয়।