ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বাবার মৃত্যু, জানাজায় থাকতে পারছেন না

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বাবার মৃত্যু, জানাজায় থাকতে পারছেন না

প্রয়াত বাবার সঙ্গে মোহাম্মদ সিরাজ। ছবি টুইটার থেকে নেওয়া।

সিডনিতে শুক্রবার (২০ নভেম্বর) কোয়ারেন্টিনে কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদ শুনলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বাবাকে হারালেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া। করোনার মাঝে কোয়ারেন্টিনের নিয়মে বাবার জানাজায় যোগ দিতে পারছেন তিনি।

দীর্ঘদিন ধরেই সিরাজের বাবা মহাম্মদ ঘাউস অসুস্থ ছিলেন। হায়দরাবাদের এক হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় সিরাজের বাবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

এই খবরে ভেঙে পড়লেও বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে চান সিরাজ। তিনি বলেন, "বাবার ইচ্ছা ছিল যে ছেলে দেশকে গর্বিত করবে, আমি তা করার চেষ্টা করব। বাবার মৃত্যুর খবর আমার কাছে বড় ধাক্কা। আমার সবচেয়ে বড় সাপোর্ট হারালাম। দেশের হয়ে আমি খেলছি এই স্বপ্ন দেখতেন বাবা।"

তাঁকে সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

সৌরভ শনিবার (২১ নভেম্বর) টুইট করেছেন, ‘এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো প্রচণ্ড শক্তি যেন মহম্মদ সিরাজের থাকে। এই সফরে ওর সাফল্যের জন্য শুভকামনা রইল। ও দুর্দান্ত এক চরিত্র’।