করোনা : ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি

করোনা : ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি

রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউয়ের নির্দেশনা বহাল থাকবে।

করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় ক্যালিফোর্নিয়ায় রাত্রীকালিন কারফিউ জারি করা হয়েছে। গত ২১ নভেম্বর (শনিবার) থেকে কারফিউ এই আইন কার্যকর হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউয়ের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া রাজ্যের ৫৮টি কাউন্টির ৪১টিতে নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন বিবৃতিতে বলেছে, ‘আমরা সতর্কবার্তা পাচ্ছি। সামনে কঠিন সময়। হাসপাতালের চাপ কমাতে হলে কারফিউ ছাড়া উপায় নেই।’

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যু দুই দিক থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।