আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী

আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী

জ্যানেট ইয়েলেন। ফাইল ছবি।

আমেরিকার ইতিহাসে প্রথম কোনো নারী দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। সম্প্রতি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রী পরিষদে অর্থমন্ত্রী হচ্ছেন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন।

ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস ও বিবিসি এ তথ্য জানিয়েছে।

আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাইডেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যানেট ইয়েলেন। ৭৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান জ্যানেট ইয়েলেন। 

নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন ইয়েলেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। তার স্বামী জর্জ অ্যাকারলফ অর্থনীতিতে নোবেল বিজয়ী।