মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনায় তিন দিনব্যাপী খাদ্য প্রদর্শনী শুরু

মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনায় তিন দিনব্যাপী খাদ্য প্রদর্শনী শুরু

ছবি : প্রতিনিধি

পাবনায় প্রথমবারের মত মুজিব শতবর্ষ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) তিন দিনব্যাপী খাদ্য প্রদর্শনী শুরু হয়েছে। ফেইসবুক গ্রুপ ‘হাঙরি পাবনা’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তহুরা আজিজ ফাউন্ডেশন’ আয়োজিত এই প্রদর্শনীতে ২২ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেছেন।

শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আরএম একাডেমি স্কুল এন্ড কলেজের সভাপতি সোহেল হাসান শাহিন পাবনা এডওয়ার্ড কলেজ সংলগ্ন আরএম একাডেমি মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন । এসময় অতিথি হিসেবে সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক কলিম উদ্দিন, সাংবাদিক সনম রহমান, খাদ্য প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আহবায়ক মিজানুর রহমান মিজু, তহুরা আজিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

প্রদর্শনীতে বাহারী রঙের নানা আয়োজনের খাদ্য সামগ্রী প্রদর্শন করা হয়েছে। তিন দিনের এ প্রদর্শনী শুক্রবার (২৭ নভেম্বর)  শেষ হবে।