আফগানিস্তানে বিস্ফোরণে মৃত ১৪ জন নিহত

আফগানিস্তানে বিস্ফোরণে মৃত ১৪ জন নিহত

ফাইল ছবি।

আবারও বিকট আওয়াজে বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার (২৫ নভেম্বর) পরপর দু’টি জোড়া বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪৫ জন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেগুলো জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মধ্য আফগানিস্তানের দু’টি পৃথক জায়গায় পরপর দু’টি বোমা বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও সংগঠনই হামলার দায় স্বীকার করেনি। যদিও এই ধরণের নৃশংস হত্যালীলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের পুলিশ-প্রশাসন।

এই বিষয়ে আফগান পুলিশের পক্ষ থেকে জানা গেছে যে, মঙ্গলবার মধ্য আফগানিস্তানের বামিয়ান শহরে দু’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন। তাঁদের মধ্যে ১ জন ট্রাফিক পুলিশও রয়েছে। এছাড়াও নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই শিয়া, হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা।

এই ঘটনায় তালেবান জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।