এবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ভার্চুয়ালভাবে

এবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ভার্চুয়ালভাবে

ফাইল ছবি।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ অনলাইনে ভার্চুয়ালভাবে করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একডেমি কর্তৃপক্ষ।   শুক্রবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্যা জানায় ।

 তিনি বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো মেলা বসবে না। তবে ভার্চ্যুয়ালি মেলা অনুষ্ঠিত হবে। হাবিবুল্লাহ সিরাজ আরো বলেন, আগামী বছরে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি কীভাবে আয়োজন হবে এবং বইমেলার জন্য স্টল বসিয়ে কোন মাসে আয়োজন করা সম্ভব হবে সেসব বিষয়ে আগামী রোববার কিংবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভার্চুয়ালি বইমেলা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসলে স্টল বসিয়ে যেকোনো মাসে ‘অমর একুশে গ্রন্থমেলা’ হতে পারে বলে জানা গেছে।