ইবির ব্যানারে বঙ্গবন্ধুর নামের বানান ভুল, ক্যাম্পাসে তোলপাড়

ইবির ব্যানারে বঙ্গবন্ধুর নামের বানান ভুল, ক্যাম্পাসে তোলপাড়

মুজিববর্ষের ব্যানারে বঙ্গবন্ধুর নাম বানান ভুল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুজিববর্ষের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুলের ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, দুইদিন আগে মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে দুটি ব্যানার দিয়েছিল কর্তৃপক্ষ। ব্যানারে বঙ্গবন্ধুর নামের বানানে ‘মুজিবুর’ এর স্থলে ‘মজিবুর’ লেখা হয়। বিষয়টি শিক্ষক-শিক্ষার্থীদের চোখে পড়লে ব্যানারের ছবি ফেসবুকে ভাইরাল হয়।

বঙ্গবন্ধুর নামের বানানে এমন ভুলে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ভুল মেনে নেওয়া যায়না দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন অনেকে। পরে বিষয়টি জানতে পারলে সন্ধ্যায় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে নেয়।    

ফেসবুকে দেওয়া এক পোস্টের কমেন্টে সোহেল রানা নামের এক শিক্ষার্থী লিখেছেন, এর আগেও এমন অনেক ভুল দেখেছি। জাতির পিতাকে নিয়ে প্রতিনিয়ত এমন ভুল ক্ষমার অযোগ্য। এদের শাস্তির দাবি জানাচ্ছি সেইসাথে যে যারা প্রতিনিয়ত এমন ভুল করছে তাদের অতীত ইতিহাস তদন্তের দাবি জানাচ্ছি।

তুহিন নামের এক শিক্ষার্থী ফেসবুকে ব্যানারের ছবি পোস্ট করে লিখেছেন, অথচ আপনাদের চেতনার ঠ্যালায় ১৭৫ একরে টেকা যায়না। স্বয়ং বঙ্গবন্ধুও আপনাদের দেখে লজ্জা পেতেন হয়তো! জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

সম্প্রতি প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নামের বানান ভুল নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার মধ্যেই ব্যানারে একই ভুলের পুনরাবৃত্তি ঘটল।