আসামের এনআরসি নিয়ে জাতিসংঘের উদ্বেগ

আসামের এনআরসি নিয়ে জাতিসংঘের  উদ্বেগ

ফিলিপো গ্রান্ডি , ফাইল ছবি।

ভারতের আসাম রাজ্যে প্রকাশিত নাগরিকদের জাতীয় তালিকা (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি।  ইউএনএইচসিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। এছাড়া আসামের এনআরসি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বড় সংখ্যক মানুষকে রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন গ্রান্ডি।

বিবৃতিতে বলা হয়, নাগরিক তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৯ লাখ মানুষের যদি অন্য কোনো দেশের জাতীয়তা না থাকে তবে তারা রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। ফিলিপো গ্রান্ডি বলেন, 'যে প্রক্রিয়ায় অনেক মানুষ রাষ্ট্রহীন হয়ে যেতে পারে, সেই প্রক্রিয়া জাতিসংঘের বিশ্বকে উদ্বাস্তুশূন্য করার প্রচেষ্টা ব্যর্থ করবে।' তিনি বলেন, 'ভারত সরকারের উচিত এটা নিশ্চিত করা যাতে কোনো নাগরিকই রাষ্ট্রহীন না হয়ে যায়। প্রত্যেক নাগরিকের তথ্যের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপযুক্ত আইনি পরিসেবা দিতে হবে।'

গত শনিবার আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজারের বেশি মানুষের নাম। এতে এই  বিপুল সংখ্যক মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তালিকা থেকে বাদ পড়া এই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো বা দেশ থেকে বিতাড়িত করার মতো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিপো গ্রান্ডি।