আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিজয় দিবস পালিত

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিজয় দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য প্রদান করছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিজয় দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ-জামান, পেডিয়েট্রিক বিভাগের প্রধান এআরএম লুৎফুল কবীর, ফার্মাকোলজী বিভাগের প্রধান প্রফেসর ডা. কামাল উদ্দীন প্রমুখ।

প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধের অনেক স্মৃতি ভেসে আসে। যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বলে আজ বিজয়ের আনন্দ অনুভব করতে পারছি। দেশ স্বাধীন না হলে আজ ডাক্তার হয়ে মহৎ পেশায় আসার সুযোগ হত না। তিনি দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।