রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে পরিবেশ তৈরি করতে হবে:মার্কিন রাষ্ট্রদূত

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে পরিবেশ তৈরি করতে হবে:মার্কিন রাষ্ট্রদূত

ছবি সংগৃহিত।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা ইস্যূতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র, ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে কাজও করছে। 
আজ দুপুরে সিলেটের ঐতিহাসিক কিনব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। 
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মায়ানমারকে তাদের দেশে সুষ্টু পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্ধুদ্ধ হন এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন। 
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর  বিশ্ব সম্প্রদায়ের চর্তুমুখী চাপ অব্যাহত রাখতে হবে। সেটা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছে। 
মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আমন্ত্রণে সিলেট নগরীর সুরমা নদীর উপরের ঐতিহাসিক কিনব্রিজ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি প্রায় ৮৫ বছরের পুরনো ব্রিজটি ঘুরে দেখেন। সিলেটের ঐতিহ্য হিসেবে এই ব্রিজটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর থেকে ওই ব্রিজ দিয়ে রিকশাসহ সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।