স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ফাইল ফটো

আবাসিক হল বন্ধ রেখে স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সেমিনার কক্ষে ১১৯তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাস খোলার পর স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া অন্য বর্ষের ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিভাগ ইচ্ছে করলে পরীক্ষা নিতে পারবে। তবে কাউকেই আবাসিক সুবিধা দেওয়া হবেনা।

সভায় আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া ১৩জন শিক্ষার্থীর এমফিল ও ১৩ জন শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রীর অনুমোদন দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যাবে কি না এ নিয়ে কোনো আলোচনা হয়নি।